৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:১০
শিরোনাম:

গণমাধ্যমের উপর অলিখিত সেন্সরশিপ চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে কালিবাড়িতে অবস্থিত নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মাতবিনিময় কালে এ কথা বলেন তিনি।

এ সময় দেশের বিচার ব্যবস্থা নিয়ে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পরে বাংলাদেশে এমন খারাপ সময় আর কখনো আসে নি। এখন কারও কাছে যাওয়াও যায় না বিচারও পাওয়া যায় না। বিচার বিভাগের এক মাত্র দ্বায়িত্ব হচ্ছে সরকারের হুকুম পালন করা। অনেক সময় দেখা যায় তারা পুলিশের চেয়েও বড়। আমরা গত ১০ বছর ধরে হয়রানি হচ্ছি। আমরা জানি আমরা কি ভাবে হয়রানি হচ্ছি।

মির্জা ফখরুল আরও বলেন, দেশে অর্থনিতিক উন্নয়নের একটা ধোকাবাজি চলছে । মেগা প্রেজেক্ট গুলোতে মেগা দুর্নীতি চলছে। শুধু মাত্র গোয়েন্দাদের পর্যাবেক্ষণের মধ্য দিয়ে এ দেশ চলছে এখন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,জেলা যুব দলের সভাপতি আবুনুর চৌধূরী, সাধারণ সম্পাদক আবু হোসেন তুহিন , ছাত্র নেতা সোহাগ, এ্যাডভোকেট জয়নাল আবেদিন ,এ্যাডভোকেট রিজভি প্রমুখ। সূত্র: বিডি নিউজ, ডিবিসি