৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:২২
শিরোনাম:

জনগণকে ভোট না দিতে দেয়া হলে সরকার পতনের আন্দোলন: এস এম জাহাঙ্গীর

বিএনপি নেতা তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রকৌশলী ইশরাক হোসেনকে সঙ্গে নিয়ে ১০ম দিনের মতো গণসংযোগ করেছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

উত্তরা ৬ নং সেক্টরে রাজউক স্কুল এন্ড কলেজ, এতিমখানা, উত্তরা টেলিফোন ভবন, উত্তরা কমিউনিটি ক্লাব, উত্তরা গার্লস হাই স্কুল এন্ড কলেজ, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন। বেলা সাড়ে এগারোটায় গণসংযোগ শুরু করেন ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর।

রোববার দক্ষিণ থানার ৪৭ নং ওয়ার্ডের কোটবাড়ি রেললাইন, ট্রান্সমিটার, গণ কবরস্থান, চৈতী গার্মেন্টস,মাটির মসজিদ, পেট্রোল পাম্প গণসংযোগ করার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগের বাধার কারণে করতে না পেরে বিকল্প হিসেবে উত্তরা ৬ নম্বর সেক্টরে গণসংযোগ করেন এস এম জাহাঙ্গীর হোসেন।

উত্তরা বাংলাদেশ মেডিকেল সংলগ্ন এলাকায় তাবিথ ও ইশরাককে জনতার মেয়র উল্লেখ করে এস এম জাহাঙ্গীর পথসভায় বক্তব্য দেন। তিনি বলেন, এই দুইজন হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের রূপকার। তাদের নিয়ে আমরা পাহারা বসাবো। আগামী ১২ নভেম্বর যদি ভোটাদের ভোট দিতে দেয়া না হয়, তাহলে সরকার পতন আন্দোলনের ডাক দেয়া হবে।