২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৫
শিরোনাম:

বাসে আগুন দেয়ার মামলায় বিএনপির শতাধিক নেতা-কর্মীর আগাম জামিন

বাসে আগুন দেয়ার মামলায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল মাহমুদ টুকু, ইশরাক হোসেন ও জাহাঙ্গীর হোসেনসহ শতাধিক নেতা-কর্মীকে ৫ই জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৮ নভেম্বর)  বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। তাদের বিরুদ্ধে রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় সাতটি থানায় ১৬ টি মামলায় হয়েছে। ডিবিসি ও সময় টিভি

ঘটনার পর মতিঝিল, বংশাল, শাহবাগ, ভাটারা ও উত্তরা থানায় দায়ের করা হয়েছে বেশ কয়েকটি নাশকতার মামলা। এসব মামলায় আসামি করা হয়েছে ৪৪৬ জনকে। আটক করা হয়েছে ৩২ জনকে। আসামিদের বেশির ভাগই বিএনপি নেতা-কর্মী।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে, হাইকোর্টে আগাম জামিন নিতে আসেন বিএনপি নেতাকর্মীরা। ১২ই নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের সামনেসহ রাজধানীর ৯টি এলাকায় ১০টি বাসে আগুন দেয়া হয়।