১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:১৯
শিরোনাম:

অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও বাড়ছে করোনা রোগী, লকডাউন ঘোষণা

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহরটিতে ১০ জনের বেশি মানুষ জড়ো হতে পারবেন না। অধিকাংশ নাগরিককে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে। নতুন সংক্রমণ গুলো ধরা পড়েছে শহরটির উত্তর বিচ এলাকায়। পুরো এলাকাটি রোববার ৫ দিনের লকডাউনে গেছে। বিবিসি

সাউথ অস্ট্রেলিয়া রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যারা গ্রেটার সিডনি এলাকা থেকে থেকে আসবেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে। আর যারা নর্দান বিচ এলাকা থেকে আসছেন, তাদের ওই রাজ্যে প্রবেশ করতে দেয়া হবে না। এনপিআর

ঘোষণার পর থেকেই সিডনির অধিবাসিরা বড়দিন পালনের জন্য শহর ছাড়তে শুরু করেছেন। বেশিরভাগ নাগরিকই পাশের রাজ্য ভিক্টোরিয়ায় যাওয়ায় গ্রেটার সিডনির নাগরিকদের জন্য নিজেদের সীমান্ত বন্ধ করতে শুরু করেছে রাজ্যটি। সিডনি হেরাল্ড

এই প্রাদুর্বঅবের জন্য ইতিহাসে প্রথমবার বাতিল করা হয়েছে সিডনি-হোবার্ট ইয়ট রেস। ২য় বিশ্বযুদ্ধের সময়ও বন্ধ হয়নি এই রেস। অস্ট্রেলিয়া এখন পর্যন্ত করোনা মোকাবেলায় অন্যতম সফল দেশ। দেশটিতে এই পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৮ হাজার জন, মারা গেছেন মাত্র ৯০৮ জন। জন হপকিন্স ইউনিভার্সিটি