৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:১১
শিরোনাম:

থার্টি ফাস্ট নাইটের বিশেষ অনুষ্ঠান: শাহরুখস নাইট

থার্টি ফাস্ট নাইট উপলক্ষে বৈশাখী টেলিভিশনে আজ (৩১ ডিসেম্বর) রাত ১১টায়
প্রচার হবে বিশেষ অনুষ্ঠান শাহরুখস নাইট। ২০১০ সালে অন্তর শো বিজের
আয়োজনে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শাহরুখস নাইট। কিং খান
শাহরুখ ছাড়াও এতে অংশ নেন বলিউডের একঝাক তারকা। পুরো অনুষ্ঠান সরসরি
প্রচার করে বৈশাখী টেলিভিশন। অনুষ্ঠান বিভাগের প্রযোজনায় আজ প্রচার হবে
সে অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব।

বৈশাখীর ধারাবাহিক- ‘জমিদার বাড়ী’
(প্রচার ৩১ ডিসেম্বর, বৃহষ্পতিবার)
বৈশাখী টেলিভিশনের তারকাবহুল ধারাবাহিক নাটক: ‘জমিদার বাড়ী’। সপ্তাহে
তিনদিন প্রতি মঙ্গল, বুধ ও বৃহষ্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে
নাটকটি। অভিনয় করেছেন মনোজ সেন গুপ্ত, শম্পা রেজা, আ খ ম হাসান, নাদিয়া
মীম, শিল্পী সরকার অপু, সুব্রত, মোমেনা চৌধুরী, মিলন ভট্ট, সিফাত, ইমতু,
রাশেদ মামুন অপু প্রমুখ। গল্প: টিপু আলম মিলন, সংলাপ- চিত্রনাট্য ও পরিচালনা:
সাজ্জাদ হোসেন দোদুল । প্রযোজনা: এশিয়াটিক মাইন্ড শেয়ার।
নাটকের কাহিনী বলতে গিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান
সম্পাদক টিপু আলম মিলন বলেন, জমিদারী প্রথা শেষ হয়েছে সেই কবে।
ভগ্নপ্রায় জমিদার বাড়ীগুলো এখন পর্যটন কেন্দ্রে পরিণত। জমিদারী প্রথা শেষ
হলেও বংশ পরম্পরায় তাদের ঠাট-বাঁট, আচার-আচরণ, চলন-বলন এখনো রয়ে গেছে।
নদী মরে গেলে যেমন তার বাঁক রয়ে যায় তেমনি জমিদারী শেষ হলেও তাদের শরীরে রয়ে
গেছে জমিদারী রক্ত। জমিদারী রক্তের কারণেই অহংকারে মাটিতে পা পড়ে না,
আশপাশের মানুষকে তাচ্ছিল্য করে, ঘৃনার চোখে দেখে। তাদের চলন বলনে মনে হয়
এখনও তারা জমিদার বহাল আছেন, সমাজের সবাই তাদের আগের মতোই সম্মান
করবে, কুর্নিশ করবে। তারা মানতেই চায় না এ এক নতুন সমাজ , তাদের জমিদারী
আজ আর নেই। কিন্তু তা না থাকলে কি হবে, জমিদারী প্রথার মতোই শ্রেনী বৈষম্য
এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে। নব্য সমাজ প্রতিভূ জমিদারদের দাপটে সুন্দর সমাজ
আজ ক্ষতবিক্ষত। সমাজের নানা অসংগতিগুলোই ওঠে এসছে নাটকের গল্পে।
তিনি আরো বলেন, নাটকের মূল উপজীব্য ভগ্নপ্রায় মির্জা জমিদারের বাড়ী।
এলাকার মানুষের কাছে এ বাড়ীটি এখনো অনেক বিস্ময়। প্রচুর ধন সম্পদ আর
প্রাচুর্যেও কারণে এলাকার মানুষের কাছে তাদের অনেক সম্মান। উপর থেকে এই

জমিদার বাড়ীর যতই চাকচিক্য থাক ভিতরে ভিতরে ফাটল ধরে গেছে। জমিদার রমজান
মির্জা মারা যাবার সময় সমস্ত সম্পত্তি স্ত্রী রাবেয়ার নামে লিখে দিয়ে যান।
রাবেয়ার তিন ছেলে- বাদশা, নবাব ও সম্রাট। গ্রামের মানুষ এটাও জানে-রাবেয়া
মির্জা জমিদারের একক স্ত্রী নন, এক বাঈজীকে বিয়ে করেছে, তার ঘরেও আরো
সন্তান আছে। এটা জানার পর ক্ষুব্ধ রাবেয়া মির্জা বিশ্বস্ত লোক দ্বারা জমিদার
রমজান মির্জাকে পানিতে ডুবিয়ে হত্যা করান। হত্যার আগে সব সম্পত্তি জোর
করে নিজের নামে লিখিয়ে নেয়। জমিদারের মৃত্যুরহস্য আজও অজানা। কাহিনী যত
এগিয়ে যাবে ততই উন্মোচিত হবে একের পর এক নাটকীয়তা। আমার লিখা
অন্যান্য নাটকগুলোর মতো জমিদার বাড়ী নাটকটিও দর্শকপ্রিয়তা পাবে বলে আমার
বিশ্বাস।

ধারাবাহিক- ‘আমাদের হাটখোলা’
(প্রচার ৩১ ডিসেম্বর, বৃহষ্পতিবার)
বৈশাখী টেলিভিশনে শুরু হয়েছে তারকাবহুল ধারাবাহিক নাটক- ‘আমাদের
হাটখোলা’। প্রচার হবে রাত ৮.৪০ মিনিটে। অভিনয়ে- ফজলুর রহমান বাবু, তারিন,
ফারুক আহমেদ, আ খ ম হাসান, রুনা খান, সাজু খাদেম, শাহনাজ খুশী, আরফান
আহমেদ প্রমুখ। ( রচনা: বৃন্দাবন দাস, পরিচালনা: সাগর জাহান)
সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা আর হাসি-কান্না, আনন্দ-বেনার উপাখ্যান
‘আমাদের হাটখোলা’। দর্শকদের কাছে নাটকটি সমাদৃত হবে- এমনটাই বললেন
জনপ্রিয় পরিচালক সাগর জাহান।

বৈশাখীর সকালের গানে আজ গাইবেন ড. নাশিদ
কামাল
(প্রচার ৩১ ডিসেম্বর, বৃহষ্পতিবার)
বৈশাখীর সকালের গানে আজ (৩১ ডিসেম্বর) গাইবেন দিনাত ড. নাশিদ কামাল।
লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ সকাল ৮টা ২০
মিনিটে। ড. নাশিদ কামাল মূলত আধুনিক গানের শিল্পী। এ ছাড়াও তিনি সব
ধরনের গানেই অভ্যস্ত। আজ প্রচার হবে তার গাওয়া ৯টি গান। ড. নাশিদ কামাল
বলেন, গানগুলো গেয়ে নিজের কাছে ভালো লাগছে। গানগুলো দর্শকদেরও খুব ভালো
লাগবে বলে আমার বিশ্বাস। আমাকে এমন একটা সুযোগ দেয়ার জন্য বৈশাখী
টিভির প্রতিও কৃতজ্ঞতা।

বৈশাখী টিভিতে আজ তিনটি সিনেমা

(প্রচার ৩১ ডিসেম্বর, বৃহষ্পতিবার)
বৈশাখী টিভিতে আজ প্রচার হবে তিনটি সিনেমা। সকাল ১০.২০ মিনিটে
প্রচার হবে ‘প্রেমের জ্বালা’। অভিনয়ে- ফেরদৌস, শাবনূর, বুলবুল আহমেদ,
হুমায়ুন ফরীদি প্রমুখ।
বিকাল ২.৪৫ মিনিটে ‘কিলার’। অভিনয়ে- মান্না, ঋতুপর্ণা, হুমায়ুন ফরীদি
প্রমুখ।
রাত ১২.০০: মিনিটে ‘সাথী তুমি কার’। অভিনয়ে- রিয়াজ, পূর্ণিমা, শাকিল
খান, এটিএম শামসুজ্জামান প্রমুখ।

টিভি শিডিউল
বৈশাখী টেলিভিশনে আজ (প্রচার ৩১ ডিসেম্বর,
বৃহষ্পতিবার)
সকাল
৭.৪৫: দেশের গানের অনুষ্ঠান ‘জন্মভূমি (প্রযোজনা: মামুন আব্দুল্লাহ)
৮.২০: বৈশাখীর সকালের গান: গাইবেন ড. নাশিদ কামাল। (প্রযোজনা: লিটু
সোলায়মান)
৯.১০: মিউজিক অ্যালবাম
৯.৩০: ধারাবাহিক নাটক-‘বউ শাশুড়ি’।
১০.২০: বাংলা সিনেমা: ‘চাই ক্ষমতা’। (অভিনয়ে- মৌসুমী, রুবেল, কেয়া,
এটিএম শামসুজ্জামান, ডিপজল প্রমুখ)
দুপুর
১.৩০: বাংলা সিনেমার জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘ফেয়ার অ্যান্ড লাভলী শুধু
সিনেমার গান’ (প্রযোজনা: শাহ্ধসঢ়; আলম)
২.৪৫: বাংলা সিনেমা: ‘মন’। (অভিনয়ে- শাবনূর, রিয়াজ, শাকিল খান, মিশা,
ডিপজল প্রমুখ)
বিকাল
৬.০০: ধারাবাহিক নাটক ‘অগ্নিপথ’
৬.৩০: ধারাবাহিক নাটক ‘লাল পাহাড়’।
রাত
৮.০০: ধারাবাহিক নাটক ‘শিক্ষা বাণিজ্য’।
৮.৪০: ধারাবাহিক নাটক-‘আমাদের হাটখোলা’। অভিনয়ে- ফজলুর রহমান বাবু,
তারিন, ফারুক আহমেদ, আ খ ম হাসান, রুনা খান, সাজু খাদেম, শাহনাজ খুশী,
আরফান আহমেদ প্রমুখ। ( রচনা: বৃন্দাবন দাস, পরিচালনা: সাগর জাহান)

৯.২০: ধারাবাহিক নাটক: ‘জমিদার বাড়ী’। অভিনয় করেছেন মনোজ সেন গুপ্ত,
শম্পা রেজা, আ খ ম হাসান, নাদিয়া মীম, শিল্পী সরকার অপু, সুব্রত, মোমেনা
চৌধুরী, মিলন ভট্ট, সিফাত, ইমতু, রাশেদ মামুন অপু প্রমুখ। গল্প: টিপু আলম
মিলন, সংলাপ- চিত্রনাট্য ও পরিচালনা: সাজ্জাদ হোসেন দোদুল । প্রযোজনা:
এশিয়াটিক মাইন্ড শেয়ার।
১১.০০: থার্টিফাস্ট নাইটের বিশেষ অনুষ্ঠান: শাহরুখস নাইট।
১২.০০: বাংলা সিনেমা ‘কষ্ট’। (অভিনয়ে- মান্না, মৌসুমী, শাকিল খান, মিজু
আহমেদ, ডিপজল প্রমুখ)

বৈশাখীর সংবাদ
বৈশাখী সারাদেশ- সকাল ৮ টা
ইড়রংযধশযর ঊহমষরংয ঘবংি- সকাল ৯ টা ও সন্ধ্যা ৬ টা
বৈশাখী সংবাদ- সকাল ১০ টা
বৈশাখী শিরোনাম- সকাল ১১, ১২, দুপুর ১ টা
বৈশাখী সংবাদ- দুপুর ২টা
বৈশাখী সারাদেশ- বিকাল ৫ টা
বৈশাখী সংবাদ ও খেলার সংবাদ সন্ধ্যা ৭ টা
বৈশাখী সংবাদ এবং সংস্কৃতি ও বিনোদন সংবাদ- রাত ১০ টা
বৈশাখী সংবাদ- রাত ১ টা
প্রবাসী সংবাদ- রাত ৩ টা