৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

আন্দোলনকারীদের থেকে বাঁচতে ১৫ ফুট উঁচু থেকে লাফ দিচ্ছেন ভারতীয় পুলিশ

ডেস্ক রিপোর্ট: কৃষকদের আন্দোলনে উত্তপ্ত ভারতের দিল্লির রাজপথ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রজাতন্ত্র দিবসের দিন বিভিন্ন রাস্তায় আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীদের হামলার মুখে পড়তে হয় পুলিশকে। তখন মারমুখী অবস্থানে যায় তারাও।

আন্দোলনের সে সময়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, আন্দোলনকারীদের হাত থেকে বাঁচতে ১৫ ফুট উঁচু দেওয়াল থেকে লাফ দিচ্ছেন ভারতীয় পুলিশ কর্মীরা।

ভিডিওতে দেখা যাচ্ছে, লালকেল্লার একটি দেওয়ালের কাছে থাকা পুলিশ কর্মীদের লাঠি নিয়ে তাড়া করছেন আন্দোলনকারীরা। তাদের অনেকের হাতেই সে সময় হলুদ পতাকা ছিল। তারা সংখ্যাতেও ছিল বেশি। যার জেরে সেখান থেকে সাময়িকভাবে পিছু হঠতে হয় পুলিশকে। সেই সময় মারমুখী আন্দোলনকারীদের হাত থেকে বাঁচতে ১৫ ফুট উঁচু দেওয়াল থেকে লাফিয়ে নীচে নামতে দেখা গেছে পুলিশকে। কয়েক জন পুলিশকর্মী আবার দেওয়ালে ঝুলেই আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।সময়টিভি