১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৪
শিরোনাম:

মতিঝিলে মোদিবিরোধী বিক্ষোভ, ভিপি নুরসহ আহত অর্ধশতাধিক, ‘শিশুবক্তা’ রফিকুল আটক (ভিডিও)

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন। পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা ও টিয়ারসেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম মাদানী ওরফে শিশু বক্তাকেসহ কয়েকজনকে আটক করেছে। শাপলাচত্বর হয়ে দৈনিক বাংলা-গুলিস্তান রাস্তাটি বন্ধ রয়েছে। বিকল্প রাস্তা হিসেবে শাপলাচত্বর থেকে ফকিরাপুল হয়ে গাড়ি চলাচল করছে। ওই এলাকাসহ আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, ঘটনার পর থেকে ভিপি নুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।দুইজন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছে। তারে ধারণা ভিপি নুর পুলিশের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন।