৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:১৮
শিরোনাম:

এটা ম্যাজিক নয়, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে সক্ষম হয়েছি: প্রধানমন্ত্রী

রোববার (২৮ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, জাতির পিতার জন্য বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় শত্রু এবং মিত্র বাহিনী হিসেবে মুক্তি যোদ্ধাদের সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে সহায়তা করেছি। যুদ্ধের সময় যারা পাকিস্তানের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছিলো। তাদের একটি অংশ এখনো দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করছে। দেশের শান্তি নষ্ট করছে। তারা মুক্তিযুদ্ধের সময় নারী ধর্ষণ, লুটতরাজ ও বিভিন্ন ধরনের অপকর্ম করেছিলো।

তিনি বলেন, এরাই বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গি এবং বাংলা ভাইয়ের মতো নেতাকে তৈরি করেছিলো। বিএনপি জামায়াত ক্ষমতায় এসে দেশের মানুষের ওপর বিভিন্ন নির্যাতন চালিয়েছে।

তিনি বলেন, আমি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যে আদর্শ জাতির পিতা রেখে গেছেন, তাতে জনগণ সহায়তা করেছে। তিনি বলেন, এখন কেউ গৃহহীন থাকবে না। প্রত্যেকটা মানুষের একটি করে মাথা গোজার ঠাঁই হবে। মানুষের চিকিৎসা, সুরক্ষা, অন্ন, বস্ত্র এবং বাসস্থানের ব্যবস্থা করা হবে। করোনার মধ্যে আমাদের কোনও কাজ থেমে নেই। মানুষের কষ্ট কমাতে একটি রাজনৈতিক দল হিসেবে আমরা সব ধরনের চেষ্টা করছি। সম্পাদনা: মহসীন