৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:২২
শিরোনাম:

বাংলাদেশকে ২৮৭ রানের টর্গেট দিলো লংকানরা

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারিয়েছে লংকানরা। তৃতীয় ম্যাচটি লজ্জার হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই সফরকারীদের। তাই শেষ ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশকে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরার সেঞ্চুরি এবং শেষ দিকে ধনঞ্জয়া ডি সিলভার হাফ সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২৮৬ রানে সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা।

দলের পক্ষে কুশল পেরেরা সর্বোচ্চ ১২০ রান করেন। ধনঞ্জয়া ডি সিলভা অপরাজিত থাকেন ৫৫ রানে।

টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে ভালো সূচনা পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে শ্রীলঙ্কা ৮২ রান তোলার পর জোড়া আঘাত হানেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তার করা ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফেরেন লঙ্কান ওপেনার ধানুশকা গুনাথিলকা। তিনি করেন ৩৩ বলে ৩৯ রান।

এরপর ব্যাট করতে নামেন পাথুম নিশানকা। তবে মাত্র ৪ বলের ইনিংসে তিনি কোনো রানই করতে পারেননি, উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে তাকে সাজঘরে ফেরত পাঠান তাসকিন।

নিশানকা আউট হওয়ার পর ব্যাট হাতে নামেন কুশল মেন্ডিস। তৃতীয় উইকেট জুটিতে তাকে সঙ্গে নিয়ে দলের সংগ্রহ দেড়শ’ পার করেন অধিনায়ক কুশল পেরেরা। ২৬তম ওভারে বোলিংয়ে এসে মেন্ডিসকে আউট করে জুটি ভাঙেন তাসকিন। দলীয় ১৫১ রানে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে মেন্ডিস করেন ২২ রান।

কুশল মেন্ডিস সাজঘরে ফেরার পর ব্যাট করতে নামেন ধনঞ্জয়া ডি সিলভা। তাকে সঙ্গে নিয়ে আরেকটি অর্ধশত রানের জুটি গড়ে দলের সংগ্রহ ২০০ পার করেন কুশল পেরেরা। এরই মধ্যে নিজে তুলে নেন সেঞ্চুরি। দলীয় ২১৬ রানে কুশল পেরেরাকে আউট করে জুটি ভাঙেন পেসার শরিফুল ইসলাম। মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে পেরেরা খেলেন ১২২ বলে ১২০ রানের দারুণ এক ইনিংস।

শ্রীলঙ্কার চতুর্থ উইকেট পতনের পর ব্যাট করতে নামেন নিরোশান ডিকভেলা। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দলীয় ২৩১ রানে শরিফুল ইসলামের দারুণ এক থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। ফেরার আগে ৯ বলে ৭ রান করেন ডিকভেলা।

পঞ্চম উইকেট পতনের পর ব্যাট করতে নামেন ভানিন্দু হাসারাঙ্গা। তবে তিনিও বেশিক্ষণ থাকতে পারেননি। দলীয় ২৬৬ রানে তাসকিনের বলে আউট হয়ে ফিরে যান সাজঘরে। মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ২১ বলে ১৮ রান করেন তিনি।

এরপর ব্যাট হাতে নামেন রমেশ মেন্ডিস। তাকে সঙ্গে নিয়ে ম্যাচের বাকিটা সময় খেলে দলের সংগ্রহে আরও ২০ রান যোগ করেন ধনঞ্জয়া ডি সিলভা। নিজেও তুলে নেন অর্ধশতক।

এই ম্যাচে দলে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ওপেনার লিটন দাসের জায়গায় খেলছেন মোহাম্মদ নাঈম। আর অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় দলে ঢুকেছেন পেসার তাসকিন আহমেদ।

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার লক্ষ্য শ্রীলঙ্কাকে ধবলধোলাই।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, পাথুম নিসানকা, কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা, ধনাঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, দুশমন্থ চামিরা।

এদিকে মিরপুর স্টেডিয়ামে টস শুরুর মিনিট বিশেক আগে হঠাৎ ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় ঝড়ো বাতাস। ঢেকে রাখা হয় উইকেট ও চারপাশ। ফলে ১৭ মিনিট দেরিতে শুরু হয় টস।

ওয়ানডেতে ১৪টি সিরিজে প্রতিপক্ষকে সব ম্যাচে হারিয়েছে তথা হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ১৫তম হোয়াইটওয়াশেই চোখ রাখছে তামিম বাহিনী।

ইত্তেফাক/এনএ