৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:১৪
শিরোনাম:

ডিপিএলে অশোভন আচরণে ৪ ম্যাচ নিষিদ্ধ সাকিব আল হাসান

আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি ভাঙায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান।

শুক্রবার (১১ জুন), আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের অসন্তোষ জানিয়ে দুই দফা স্টাম্প ভাঙায় সাকিবকে এই শাস্তি দেওয়া হলো।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে শুক্রবার অবিশ্বাস্য আচরণ করেন সাকিব আল হাসান। আবাহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়ক একবার লাথি মেরেছেন স্টাম্পে। এই সময়ে আম্পায়ারের সঙ্গে ক্ষিপ্তভাবে কথা বলতে দেখা গেছে সাকিবকে। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠ ছেড়ে যাওয়ার আগে স্টাম্প তুলে মাটিতে আছড়ে ফেলেন সাকিব। কিছুক্ষণ পর অশালীন ভঙ্গি করেন আবাহনী ড্রেসিংরুমের দিকে।

সাকিবের সেই ভঙ্গি দেখে আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন তেড়ে আসেন। আঙুল উঁচিয়ে সুজনের সঙ্গে বিতর্কে জড়ান সাকিব। ম্যাচ রেফারি তার রিপোর্টে সাকিবের শাস্তির সুপারিশ করেন। মাঠে বিতর্কিত আচরণের পর ফেসবুকে ক্ষমা চান সাকিব। তবে শাস্তি এড়াতে পারলো না তিনি।