৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:২২
শিরোনাম:

গত বছরের মত এবারো কম দামে চামড়া কিনতে চান ট্যানারি মালিকরা

করোনা অতিমারির মধ্যেও ঘুড়ে দাড়াতে শুরু করেছে দেশের চামড়া খাত। গত অর্থবছরেও চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে অনেকটাই। তার পরেও সামনে অনিশ্চয়তা দেখছেন ট্যানারি মালিকরা। তাই গত বছরের মত এবছরও কম দামে পশুর কাঁচা চামড়া কিনতে চান ট্যানারি মালিকরা। ঢাকা পোস্ট

এই বিষয়ে চামড়া ব্যবসায়ী এবং ট্যানারি মালিকরা বলছেন, বিশ্বব্যাপি করোনা অতিমারির সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনের ধারাবাহিকতায় রপ্তানি বাজার এখনো স্বাভাবিক হয়ে উঠেনি। এছাড়াও বিশ্ব বাজারে চামড়ার দামও বাড়েনি বলে দাবি করছেন তারা। তাই গতবার যে দামে চামড়া কেনা হয়েছে এবারের কোরবানি ঈদেও সেই দামে চামড়া ক্রয় করতে চাইছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে গতবছরের অস্থিতিশীল চামড়া বাজারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে চামড়ার দাম নির্ধারন করতে চায় সরকার।