৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৭
শিরোনাম:

এবছর হজযাত্রীদের কেউ করোনায় আক্রান্ত হননি

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : চলতি বছর করোনাকালে স্বাস্থ্যবিধি এবং বিভিন্ন শর্ত পূরণ করে হজের কার্যক্রম সম্পন্ন হয়েছে।গত শুক্রবার (২৩ জুলাই) হজযাত্রীরা বিদায়ী তাওয়াফ সম্পন্ন করেন। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হজযাত্রীদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হননি I

আরব নিউজের প্রতিবেদনের বরাত সৌদির স্বাস্থ্যমন্ত্রী ড. তাওফিক আল রাবিয়াহ জানান, এ বছর হজের স্বাস্থ্যবিষয়ক পরিকল্পনা সফলভাবে সম্পন্ন হয়েছে। হজযাত্রীদের মধ্যে কারো করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি I

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আল আবদ আল আলি হজ চলাকালে প্রতিদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে হজযাত্রীদের মধ্যে করোনা বা স্বাস্থ্যজনিত গুরুতর সমস্যার খবর পাওয়া না যাওয়ার কথা জানিয়েছেন।

বৈশ্বিক করোনা মহামারির প্রাদুর্ভাবের পর দ্বিতীয় বছর সীমিতসংখ্যক মুসলিমকে নিয়ে হজের কার্যক্রম পালিত হয়েছে। গত ১৮-২২ জুলাই থেকে সৌদিতে অবস্থানরত ৬০ হাজার হজযাত্রী নিয়ে হজের কার্যক্রম পালিত হয়েছে। এদের মধ্যে ১৫০টি দেশের নাগরিক এবছর হজে অংশ গ্রহণ করেন I