২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৪
শিরোনাম:

২০২১ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনে আরেক ধাপ এগোলো শিক্ষা বোর্ডগুলো। গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এই পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস চূড়ান্ত করা হয়। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চ্যানেল ২৪।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কলেজ অধ্যক্ষর অনুমতি নিয়ে বোর্ড থেকে পরীক্ষার জন্য প্রয়োজনীয় গোপনীয় কাগজপত্র সংগ্রহ করবেন। আর প্রতিটি পরীক্ষার পর উত্তরপত্র ও ওএমআর শিটের পরীক্ষার্থীর অংশ বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক বরারব পাঠাবেন।

[৪] এসব উত্তরপত্র ও ওএমআর শিট পরীক্ষার দিন সন্ধ্যা ৭টার মধ্যে পাঠাতে হবে। এ বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেন প্রায় সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী।

https://dhakaeducationboard.gov.bd/data/20210907174315523170.pdf