৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:২২
শিরোনাম:

কুমিল্লায় কাউন্সিলর হত্যার ঘটনায় ৪ জন আটক, পরিস্থিতি থমথমে

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে গোলাবাড়ি সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে। নিউজ২৪ টিভি

মঙ্গলবার সকালে কাউন্সিলর সৈয়দ মো. সোহেলে মরদেহ কুমিল্লা শহরের সুজানগরে নিজ বাড়িতে নেয়া হয়েছে। এসময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সোহেলকে দাফনের কথা রয়েছে। আর সহযোগী হরিপদ সাহার সৎকার হবে টিক্কারচর শ্মশানে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। চ্যানেল২৪

কুমিল্লায় নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন সিটি করপোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল (৫২) ও তার সহযোগী হরিপদ সাহা। সোমবার (২২ নভেম্বর) রাত ৯টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন।

গুলিবিদ্ধরা হলেন- আওলাদ হোসেন রাজু, মো. জুয়েল ও মো. রাসেল। তাঁদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন।

পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, শহরের পাথুরিয়াপাড়া থ্রি স্টার এন্টারপ্রাইজে কাউন্সিলর সোহেলের ব্যক্তিগত অফিস। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে হামলাকারীরা সেখানে গিয়ে এলোপাতাড়ি গুলি চালায়।