১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:০১
শিরোনাম:

ইচ্ছা থাকলে,উপায় হয়

(Where there is a will,there is a way)
কাকের সেই কলসি থেকে পানি খাঁওয়ার গল্প কে না জানে ! তার পিপাসা লেগেছিল,আর সে বুদ্ধি করে পানি পান করতে সক্ষম হয়ে গেলো।
আব্দুর করিম,সে তার ছেলেকে ছোট থেকে এই গল্প শুনিয়ে শুনিয়ে বড় করেছেন ।যে ইচ্ছা যদি থাকে তাহলে উপায় হবেই হবে। তার ছেলে এখন এই বিশ্বাসে বিশ্বাসী ।শুধু বিশ্বাসী বললে ভুল হবে, দৃঢ় বিশ্বাসী।
বয়স যখন তার ২০ এর কাছাকাছি তখন তার ইচ্ছে হলো হুণ্ডা (বাইক) কেনার ।যেমন ভাবনা তেমন কাজ,বাবা কে বললো তার ইচ্ছের কথা ।বাবা তো শুনেই রেগে দু এক কথা শুনিয়ে দিলো,কিন্তু ছেলে তো নিজের ইচ্ছা যেকোন উপায়ে পূরণ করবেই । ছেলে তার ইচ্ছা পূরণের জন্য মা এর গহনা চুরি করলো এবং ওই দিনেই কিনে আনল নতুন বাইক । মিষ্টিও বিতরণ করল। করিম সাহেব জানার পরে ছেলে তাকে সেই বিখ্যাত বাক্য (ইচ্ছা থাকলে উপায় হয়) শুনিয়ে দিলো ।

কি বুঝলেন ? ছেলে বেয়াদব! আমি বলব না সে তো কোন ভুল করেনি, বরং সে তার বাবার কথার পূর্ণ মর্যাদা দিয়েছে ।
নিজের সন্তান কে কি শিক্ষা দিচ্ছেন এবং কোন ক্ষেত্রে প্রয়োগের জন্য কথাটা বলছেন সেইটাও পুরোপুরি বুঝিয়ে দিতে হবে ।মনে রাখতে হবে সব কিছুরই দুটো দিক থাকে। তাই একটার কথা চিন্তা করে অন্যটাকে অবজ্ঞা করা ঠিক না ।
প্রবাদ দেওয়ার সময় ভালো করে বুঝিয়ে দিবেন কেন এবং কোন ক্ষেত্রে মেনে চলতে হবে ।