৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৪
শিরোনাম:

সৌদি আরবে ড্রোন হামলা, আকাশ পথেই ধ্বংস

আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব প্রতিনিধি : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশায়েত অভিমুখে হুথি জঙ্গিদের উৎক্ষেপণ করা দুটি সশস্ত্র ড্রোন সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে।

ইয়েমেনের বৈধ সরকারকে রক্ষাকারী আরব জোটের একটি বিবৃতি উদ্ধৃত করে আল-এখবারিয়া টিভি চ্যানেল বলেছে, সানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ড্রোনগুলো উৎক্ষেপণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন দুটি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই আকাশ পথে ধ্বংস করা হয়।

সৌদির রাষ্ট্রীয় টিভির বরাত জানা যায় যে,২০১৫ সালে ইয়েমেনের জাতিসংঘ-স্বীকৃত সরকারের পিছনে সৌদি তার সমর্থন দেওয়ার পর থেকে ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের দিকে বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে ।

উল্লেখ্য যে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য আরব দেশগুলি ২০১৪ সালে হুথিদের দ্বারা ক্ষমতাচ্যুত ইয়েমেনি সরকারকে পুনরুদ্ধারে সহায়তা করার জন্য একটি যুদ্ধ বাহিনী সংগঠিত করেছে।