১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:২১
শিরোনাম:

পরী-মিম ইস্যুতে এবার মুখ খুললেন রাজ

অভিযোগের খেলায় মেতেছেন ঢাকাই সিনেমার আলোচিত দুই চিত্রনায়িকা পরীমনি ও বিদ্যা সিনহা মিম। পরীর দাবি, মিম বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িছেন। আর মিমের সাফ কথা- এগুলো সব মিথ্যে ও বানোয়াট। আর তারা দুজন যাকে নিয়ে তর্কে মেতেছেন তিনি আর কেউ নন, পরীর স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ।

সময় এখন রাজ-মিমের। কারণ সম্প্রতি সময়ে দেশের সিনেমার পালে নতুন হাওয়া দেওয়া জুটির নাম রাজ-মিম। তাদের অভিনীত ‘পরাণ’ ও ‘দামাল’ সগৌরবে প্রদর্শিত হচ্ছে হলগুলোতে। আর পরীর কথার আকার ইঙ্গিতে বোঝা যায়, এই সিনেমার সুবাদে রাজ-মিমের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। আর যা নিয়েই এত কিছু।

এদিকে দুই নায়িকার অভিযোগ- পাল্টা অভিযোগে নেটদুনিয়া এখন সরগরম। কিন্তু যাকে নিয়ে এত আলোচনা ও অভিযোগ, সেই রাজ এখনো নিশ্চুপ। তাহলে কি পরীর অভিযোগ সত্যি? এমন প্রশ্ন এখন অনেকের মনেই।

বিষয়টি প্রসঙ্গে দৈনিক আমাদের সময় অনলাইন’র পক্ষ থেকে যোগাযোগ করা হয় শরিফুল রাজের সঙ্গে। তিনি বলেন, ‘দেখুন বিষয়টি একান্ত ব্যক্তিগত। এটি নিয়ে মিডিয়ায় কথা না বলাই ভালো।’

কিন্তু বিষয়টি তো এখন আর ব্যক্তিগত নেই। আপনার স্ত্রী পরীমনিই এটি প্রকাশ্যে এনেছে। এখন তো আপনাদের সংসার জীবন নিয়ে অনেকে প্রশ্নই শোবিজে ঘুরপাক খাচ্ছে। এ বিষয়ে কী এখনো নিরব থাকবেন?

এর জবাবে রাজ বলেন, ‘আপনাদের মনে যেসব প্রশ্ন ঘুরছে- এমন কিছুই না। সংসার জীবনে মান-অভিমান থাকবেই। আর মাঝে মধ্যে একটু আদর, ভালোবাসা, ঝগড়া হবেই- এটাই স্বাভাবিক। কোন একটি পক্ষ এই সুযোগটি নিয়ে আমাদের সংসারে অশান্তি তৈরির চেষ্টা করছে। সব ঠিক হয়ে যাবে। আর যেসব নিয়ে কথা হচ্ছে তাও পরিস্কার হবে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, ব্যক্তিজীবনের বিষয়গুলো প্রকাশ্যে না আনাই ভালো। আর একজন শিল্পীকে অনেকেই আইডল মনে করেন। শিল্পীদের সাধারণ মানুষ ও ভক্তদের কাছে নেগেটিভভাবে উপস্থাপন করলে- তাতে শিল্পী সমাজের ভাবমূর্তি নষ্ট হয়। তাই সবাইকে অনুরোধ করব- না জেনে, না শুনে; সত্য-মিথ্যা যাচাই না করে সংবাদ পরিবেশন করবেন না।’

সংসার জীবন প্রসঙ্গে রাজ বলেন, ‘দেখুন আমরা (পরীমনি) ভালোবেসে বিয়ে করেছি। পরীকে আমি এখনও অনেক ভালোবাসি আর আগামীতেও ভালোবেসে যাব। আমাদের একটি আদরের সন্তানও আছে। আমরা ভালো আছি। আর আমি মনে করি, আমি এমন কিছুই করিনি যেখানে ভালোবাসা বা সংসার ভাঙনের কথা উঠবে। তাই এসব আলোচনা-সমালোচনা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই।’

সবশেষে ‘ন ডরাই’খ্যাত এই চিত্রনায়ক বলেন, ‘বর্তমানে বাংলা ছবির জয়ধ্বনি বইছে। আপনার সবাই হলে গিয়ে ছবি দেখুন। ছবি ঘিরে আলোচনা-সমালোচনা করুন। এতে করে শিল্পীদের কাজে ভুল হলে তা শুধরে নিয়ে ভালো কিছু উপহার দিতে পারবে। আর বাংলা ছবির সঙ্গে থাকলে এই ইন্ডাস্ট্রির রূপও পাল্টে যাবে। আমরা সবাই আশাবাদী আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে থাকবে।’

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মুক্তি পেয়েছে রাজ-মিম ও সিয়াম অভিনীত সিনেমা ‘দামাল’। রায়হান রাফির পরিচালনায় এই সিনেমাতে আরও অভিনয় করেছেন সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, অথৈ, নাজমুস সাকিব, পূজা, বৃষ্টিসহ অনেকেই।