৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩০
শিরোনাম:

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের দায় সরকারের: ফখরুল

‘বঙ্গবাজার মার্কেটের অগ্নিকাণ্ডের দায় সরকার ও তার বিভিন্ন সংস্থার’ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে, বেশ কিছু দিন আগে সেখানে (বঙ্গবাজার মার্কেটে) সিটি করপোরেশন এটাকে ঠিক নিরাপদ নয়… এই ধরনের ঘোষণা দিয়ে সেখানে খালি করার জন্য তাদেরকে বলেছে যে ঠিক করা উচিত। কিন্তু নো-বডি টুকেন ইন্টারেস্ট.. কারো যেন কোনো মাথা ব্যথা নেই।’

তিনি বলেন, ‘একটা কাঠের স্ট্রাকচার বলা যায়- সেটা মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে রেখে সরকার বলুন, সরকারের যে সমস্ত সংস্থা আছে যারা এসবের দায়িত্বে রয়েছে তারা বা সিটি করপোরেশন কেউই কিন্তু এই দায়িত্বটা পালন করেনি। আমরা মনে করি, সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর উদাসীনতা, অযোগ্যতা, দুর্নীতি ও নজরদারির অভাবের কারণে এই ধরনের ভয়াবহ পরিণতির স্বীকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।’

সিদ্দিকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সিদ্দিকবাজারে কিছু দিন আগে যে ঘটনা ঘটেছে তাতে ২১ জনের প্রাণ গেছে। এখানে (বঙ্গবাজার মার্কেট) আল্লাহর রহমতে কারো প্রাণ যায়নি। কিন্তু যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা ভয়ংকর এই নিম্ন আয়ের মানুষগুলো অথবা সাধারণ ব্যবসায়ীদের প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করেছে, অনেকে নিঃস্ব হয়ে গেছেন এবং সেটা ঈদের আগে যখন তাদের সর্বস্ব পুঁজি বিনিয়োগ করেছে।’

তিনি বলেন, ‘গতকাল বিএনপির স্থায়ী কমিটি সভায় এই বিষয়গুলো আলোচনা হয়েছে। সভায় বঙ্গবাজারসহ সব বাজারে অগ্নিনির্বাপন ও সব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণের দাবি জানিয়েছে।’

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘কী দুর্ভাগ্য এদেশের যে এত উন্নয়ন, চতুর্দিকে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। অথচ অগ্নিনির্বাপণের জন্য যে আ্ধুনিক ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থাগুলো এখানে নাই। আগুন লাগার সঙ্গে সঙ্গে যে কাজগুলো ফায়ার ব্রিগেড করতে পারে সেই ইক্যুইপমেন্টসই তাদের নাই। এটা ফায়ার ব্রিগেডের দোষ না। এটা হচ্ছে যারা সরকার চালাচ্ছে যারা এরজন্য দায়ী আছে তারা জনসাধারণের সেবার জন্য যে কাজগুলো দরকার সেটাকে তারা গুরুত্ব দেয় না।’

তিনি আরও বলেন, ‘তাদের গুরুত্ব হচ্ছে কোনখানে তারা কমিশন বেশি, কোনখানে তাদের টাকা উপার্জন বেশি হবে সেগুলোতে তাদের প্রায়োরিটি সেই জায়গায়। আমরা মনে করি, এটার জন্য দায়ী সম্পূর্ণ সরকারের। এই দায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিত।’

সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো উপস্থিত ছিলেন।