২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৯
শিরোনাম:

গজারিয়ায় গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ:

নেয়ামুল হক গজারিয়া প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বাউশিয়া বাস স্ট্যান্ডে অদ্য ১২ঃ০০ ঘটিকার সময় অত্র ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এতে মহাসড়কের চলাচলরত যানবাহনের যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব খান ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীদের মহাসড়ক মুক্ত করার অনুরোধ জানান।

বিক্ষোবকারীদের মাধ্যমে জানা যায় প্রায় এক সপ্তাহ পূর্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি কোন প্রকার নোটিশ না দিয়েই গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে পারিবারিক রান্না সহ অন্যান্য কাজ নিয়ে বিপাকে পড়তে হয়।

কয়েকজন গ্যাস ব্যবহারকারী জানান গজারিয়ার অধিকাংশ স্থানেই অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছে। সরকারের নিকট আমাদের দাবি আমাদের লাইন বৈধ সংযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ কারীদের সুষ্ঠু সমাধান লক্ষ্যে আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে দেয়। এতে গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে যায়। তিনি আরো জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির সাথে যোগাযোগের চেষ্টা চলছে। আশা করি তিতাস কোম্পানি একটা সমাধান দিবে।